তামাকখেতে যখন কীটনাশক ছিটানো হয়, তখন আমাদের শ্রেণীকক্ষে এর গন্ধ প্রবেশ করে। মাথা ঘোরে, বমি পায়, নাক-মুখ জ্বালাপোড়া করে। কিছুই খেতে ইচ্ছা করে না। খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া জোড়াব্রিজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সান্ত্বনা চাকমা এভাবেই তার সমস্যার কথা জানায়। কেবল হাজাছড়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়ই নয়, এর লাগোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন এলাকার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই করা হয়েছে তামাক চাষ। এসব বিদ্যালয়ের আশপাশে রয়েছে ১০ থেকে ১৫টি তামাকচুল্লি। খেতে...

